Kanchenjunga Express Train Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ, মালদা, আগরতলায় হেল্পডেস্ক চালু
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ। মালদা, আগরতলায় হেল্পডেস্ক চালু করা হয়েছে। চালু আরও একাধিক জায়গায়। সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, প্রাথমিক অনুমান রেল বোর্ডের। মালগাড়িতে ছিল না 'কবচ', স্বীকারোক্তি রেল বোর্ডের চেয়ারম্যানের। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গে ভয়াবহ দুর্ঘটনা, চালু হল হেল্পলাইন নম্বর
শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন। শিয়ালদা স্টেশনের হেল্পলাইন নম্বরগুলি হল 033-23508794, 033-23833326। হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর 033-26413660, 033-26402242, 03326402243। উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034235, ডালখোলা স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034228। কিষাণগঞ্জ স্টেশনের ইমার্জেন্সি নম্বর 7542028020, 06456-226795 অসমের গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর 03612731621, 03612731622, 03612731623। নিউ বঙ্গাইগাঁও স্টেশনের হেল্পলাইন নম্বর 9435021417, 9287998179। নৈহাটিতেও একটি অতিরিক্ত হেল্পডেস্ক খোলা হয়েছে, তার নম্বর 033-25812128।