Kasba News: কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল শুরুর আগেই গড়িয়াহাটে ধরপাকড়। গ্রেফতার সুকান্ত
ABP Ananda LIVE : আইন কলেজেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কলকাতা থেকে জেলা, দিকে দিকে প্রতিবাদ। বিক্ষোভ-অবরোধ-আগুন। কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল শুরুর আগেই গড়িয়াহাটে ধরপাকড়। গ্রেফতার সুকান্ত। প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। সুকান্তদের গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভে তুলকালাম। ১৬৩ ধারা অমান্যের অভিযোগে ৩ কাউন্সিলর আটক। ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড়। পুলিশের হাতে ভিডিও। মিলল ধস্তাধস্তির প্রমাণ।
WB News Live: কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা, গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা
কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা। গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা। বেল বন্ডে সই করতে নারাজ সুকান্ত মজুমদাররা। লালবাজারের সামনে অবস্থান-বিক্ষোভ বিজেপির। কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভে তুলকালাম। গড়িয়াহাটে বিজেপির মিছিল শুরুর আগেই আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড। সুকান্ত মজুমদারকে আটক করল পুলিশ। গণতন্ত্রের কণ্ঠরোধ, আক্রমণ সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে পুলিশের বচসা। হিটলারের মতো আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের: সুকান্ত।


















