Sand Scam:অজয় নদের পাশেই বালি তুলে নকল নদী তৈরি! নদীর চর কেটে নকল নদী তৈরি বালি মাফিয়াদের!
ABP Ananda Live: প্রাকৃতিক দুর্যোগে নয়, অজয় নদের পাশেই বালি তুলে নকল নদী তৈরি করে ফেলেছে বালি মাফিয়ারা! নদীর চর কেটে নকল নদী তৈরি বালি মাফিয়াদের! অজয় নদের পাশেই তৈরি করা হয়েছে নকল নদী! দেদারে মাটি খুঁড়ে তোলা হয়েছে বালি! কাটোয়ার চুরপুনি বালিঘাটের একপাশ দিয়ে বইছে অজয় নদ, অন্যপাশে মাফিয়াদের তৈরি নদী ।
কাটোয়া বিস্ফোরণকাণ্ডের পর বন্ধ হয়েছে বালি তোলা, থেকে গেছে নকল নদী। পুলিশ সব জেনেও কিছু বলে না, অভিযোগ স্থানীয়দের। পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্য নিগম লিমিটেডের অধীনে চুরপুুনি বালিঘাট বৈধ, কিন্তু পিছনে চলছে অবৈধ বালির ব্যবসা। কাটোয়ায় রাজুয়ায় বোমা বিস্ফোরণকাণ্ডে উঠে আসে চুরপুনি বালিঘাটের প্রসঙ্গ। বালিঘাটের পিছনে তৈরি করা হয়েছে নকল নদী, জানেইনা প্রশাসন, রাজস্ব দফতর, পুলিশ ? সেচ দফতরকে জানানো হবে, জানালেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার)। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে, প্রতিক্রিয়া পুলিশের।
মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন শুভাংশু, রাতের অন্ধকারেই প্রশান্ত মহাসাগরে অবতরণ, চোখ ভিজল মায়ের
ইতিহাস রচনা করে ঘরের ছেলে ঘরে ফিরলেন কার্যত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। (Shubhanshu Shukla)

















