Bardhaman News: কাটোয়ায় বিস্ফোরণ, NIA চান খোদ যুব তৃণমূল নেতা! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কাটোয়ায় বিস্ফোরণ, NIA চান খোদ যুব তৃণমূল নেতা! পুলিশি তদন্তে 'অনাস্থা', NIA চান যুব তৃণমূল নেতা! 'নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ বিধায়ক, তাই NIA' । NIA চেয়ে হাইকোর্টে যুব তৃণমূলের জেলার সহ সভাপতি । NIA চেয়ে হাইকোর্টে মামলা, ২৫ জুলাই শুনানির সম্ভাবনা 'কাটোয়া বিস্ফোরণের সঙ্গে সম্পর্ক আছে বালি খাদানের'। তাই তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা, দাবি শুভেন্দু দাসের । 'পুলিশ নয়, কেন NIA? দল কারণ জানতে চাইলে বলব' । NIA চেয়ে হাইকোর্টে যাওয়া নিয়ে মন্তব্য বর্ধমানের যুব তৃণমূল নেতা । 'যুব তৃণমূল নেতা হয়েও কীভাবে NIA, তা জানি না' । পুরো বিষয়টি দলকে জানাব, অস্বস্তির মুখে মন্তব্য বিধায়কের । ৪ জুলাই, কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণ, ১জনের মৃত্যু, আহত ১
আরও খবর...
এ রাজ্য়ে ঢুকে, রুজি-রুটিতে ভাগ বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আবার ভিন রাজ্য়ে কাজ করতে গিয়ে বাংলা বলায়, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কপালে জুটছে বাংলাদেশি সন্দেহে হেনস্থা-নিগ্রহ-মারধর ! পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখন উভয় সঙ্কটে । করবেন তো কী করবেন ? যাবেন তো কোথায় যাবেন ? এনিয়ে তোলপাড় রাজনীতি। একপক্ষ অন্যপক্ষকে বিঁধছেন চাঁচাছোলা ভাষায়।
কোথাও দেখা যাচ্ছে, কোনও ব্য়াক্তির এক পকেটে বাংলাদেশের পাসপোর্ট ! তো আরেক পকেটে ভারতের ভোটার কার্ড ! কোথাও বাংলাদেশের অঙ্কিতা, ভারতে ঢুকে চুমকি হয়ে যাচ্ছে। কোথাও বাংলাদেশের নুরুল, ভারতে এসে হচ্ছে নারায়ণ। বিজেপি নেতা দেবজিৎ সরকার বলছেন, "যারা অমুসলিম হয়ে বাংলাদেশে অত্যাচারিত হয়েছেন মুসলিমদের দ্বারা, তাঁরা এই দেশে শরণার্থী। এর বাইরে যারাই আসবে, তারা এই দেশের জন্য অনুপ্রবেশকারী বলে গণ্য হবে। তাদের আমরা পুশব্যাক করব, সরিয়ে দেব।"




















