এক্সপ্লোর
Flood Update: DVC-র ছাড়া জলে ভাসছে খানাকুল, ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ
DVC-র ছাড়া জলে ভাসছে হুগলির খানাকুল। এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তিনদিন ধরে জলবন্দি, খাবার নেই, ত্রাণ মেলেনি, কেউ খোঁজও নেয়নি। সাংসদের সামনে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। বিক্ষোভের কথা অস্বীকার করে তৃণমূল সাংসদের দাবি, এটা ম্যান মেড বন্যা।
জেলার
প্রতি বছরের মতো এবছরও কলকাতার বুকে পালিত হল 'বিজয় দিবস',উপস্থিত ছিলেন রাজ্যপাল
আরও দেখুন


















