Kolkata News: শহরে ফের দুর্ঘটনায় মৃত্যু। চিনার পার্কে বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
Accident: শহরে ফের দুর্ঘটনায় মৃত্যু। চিনার পার্কে বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ২১১ রুটের একটি বাস এসে ধাক্কা মারে এক বাইক আরোহীকে, খবর পুলিশসূত্রে। ঘটনাস্থলে পড়ে যান বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
RPF উচ্ছেদ করতে এলে লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার দাওয়াই
ব্যান্ডেল স্টেশনের কাছে রেলের উচ্ছেদ নোটিসের বিরোধিতা করে পথে নামল তৃণমূল। RPF উচ্ছেদ করতে এলে লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার দাওয়াই দিলেন চুুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল ব্যান্ডেলের আমবাগান এলাকায় রেল কোয়ার্টার থেকে উচ্ছেদের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নোটিস ঝোলানো হয়। এরপরই এলাকায় গিয়ে RPF-কে লাঠি-ঝাঁটা-জুতো আক্রমণের পরামর্শ দেন তৃণমূল বিধায়ক। প্রয়োজনে জমি নিলেও পুনর্বাসনের ব্যবস্থা করবে রেল, তৃণমূল রাজনীতি করছে, প্রতিক্রিয়া কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের।

















