IIM Kolkata:শিল্পোদ্য়োগী হতে কী কী করা উচিত ? ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের জন্য বিশেষ উদ্য়োগ IIM কলকাতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিশেষ উদ্য়োগ নিল IIM কলকাতা। শিল্পোদ্য়োগী হতে কী কী করা উচিত, সেই বিষয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য় তৈরি করা হল নতুন সেন্টার। শনিবার এবং রবিবার আয়োজন করা হয় দুদিন ব্য়াপী জাতীয় সম্মেলনের।
'সকাল ১০.৩০-এ টালা থানায় খবর আসে। চেস্ট ডিপার্টমেন্টে এক মহিলার দেহ পড়ে আছে বলে খবর আসে। ময়নাতদন্তের জন্য ৩ ডাক্তারের বোর্ড গঠন করা হয়েছিল। পুরো ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে। ভিডিওগ্রাফি করার সময় পরিবারের সদস্য এবং ছাত্ররা সাক্ষী হিসাবে ছিলেন। সারারাত ধরে তদন্ত এবং তথ্য সংগ্রহ করা হয়েছে। এর ভিত্তিতে আমরা একজনকে গ্রেফতার করেছি। আমাদের কোনও কিছু লুকনোর নেই, সবই স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। পরিবারের সব দাবি আমরা মেনে নিতে প্রস্তুত। পরিবার অন্য কোনও এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে চাইলেও আমাদের আপত্তি নেই। অপরাধী যাতে সর্বোচ্চ শাস্তি পায় সেটা আমরা দেখব। ধর্ষণ এবং খুনের অভিযোগে মামলা শুরু হয়েছে। তদন্ত চলছে, আশা করছি আরও তথ্য সামনে আসবে', জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।