Kolkata News :এক পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। কসবায় চাঞ্চল্য়। নেপথ্যে কী কারণ ?
ABP Ananda Live: কসবার রাজডাঙা গোল্ডপার্কে এক পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। ভিতর থেকে বন্ধ দরজা, ভাঙতেই বাবা-মা-ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার সকাল থেকে দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ, পুলিশে খবর। দরজা ভেঙে রিয়েল এস্টেট এজেন্ট স্মরজিৎ ভট্টাচার্যের (৭০) দেহ উদ্ধার। ঝুলন্ত অবস্থায় গার্গী ভট্টাচার্য (৬৮), আয়ুষ্মান ভট্টাচার্যের (৩৮) দেহ উদ্ধার। রাজডাঙার ভাড়া বাড়ির ৩ তলায় থাকতেন বাবা-মা-বিশেষভাবে সক্ষম ছেলে। আত্মহত্যা? না কি অন্য কিছু? ৩জনের মৃত্যুতে এখনও রহস্য।
ইজরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই
ইজরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এক্স হ্যান্ডল পোস্টে খামেনেই লেখেন, জঙ্গি ইহুদি শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিদের কোনও দয়া দেখাব না, পোস্ট খামেনেইয়ের। ইরান-ইজরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পরেই গোপন জায়গায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনেই। গতকাল তাঁকে উদ্দেশ্য করে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোথায় খামেইনি লুকিয়ে আছেন, তাও আমেরিকা জানে বলে জানিয়েছেন তিনি। চাইলেই ইরানের সর্বোচ্চ নেতাকে মারা যায় বলেও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প



















