Kolkata News: লাগাতার বৃষ্টির জেরে কলকাতায় জল-যন্ত্রণা, জলমগ্ন পার্কস্ট্রিটও | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: লাগাতার বৃষ্টির জেরে কলকাতায় জল-যন্ত্রণা, জলমগ্ন পার্কস্ট্রিটও । লাগাতার বৃষ্টিতে কলকাতায় জল-যন্ত্রণা। ঠনঠনিয়া, বউবাজার, মৌলালি থেকে ময়দান। রাস্তা যেন নদী। হাঁটুজল কৈখালি থেকে বেহালায়। চরম দুর্ভোগ।

আরও খবর..

ঘূর্ণিঝড়ের তাণ্ডবের হাত থেকে রেহাই পেলেও বাংলায় প্রবল বৃষ্টি সকাল থেকে। লাগাতার বৃষ্টিতে  কলকাতায় জল-যন্ত্রণা। আর এই আবহে এবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সুন্দরবন মাস্টার প্ল্যানের কথা। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "বাংলাকে বন্যা কিংবা ঝড় কোনও কিছুতেই টাকা দেয় না কেন্দ্রীয় সরকার।' দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন। নবান্ন থেকে পুরসভা-লালবাজারে কন্ট্রোলরুম। রাতভর নবান্নেই ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সুন্দরবনে নিয়ে একটা মাস্টার প্ল্যানের কথা নীতি আয়োগকে বলেছিলাম। আবার লিখব। আমাদের যেহেতু নদীমাতৃকা দেশ। আমাদের জল বেশি। কিন্তু কিছু করার নেই। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। নিজের কোল খালি করে দিচ্ছে আর আমাদের বুক ভরা জল দিয়ে পুরো হাপিত্যেশ করতে হচ্ছে। মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। ডুবে যাচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা অলরেডি করেছি। ৪০০ কোটি টাকা তোমরা কাজ করেছ। তোমরা কাজটা করতে শুরু করো। দুবছরের মধ্যে কাজ শেষ করো। ম্যান পাওয়ার বেশি লাগিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করো। যা ক্ষতি হচ্ছে আমাদেরই টাকা জলে যাচ্ছে। বাংলাকে বন্যা, ঘূর্ণিঝড়ের জন্য এক পয়সা দেয় না। আমাদের দায়বদ্ধতা মেনে নিয়ে কাজ করতে হবে।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram