Tangra News: ট্যাংরাকাণ্ডে প্রথম গ্রেফতার, উঠে এল নতুন তথ্য? ABP Ananda Live
ABP Ananda Live: ট্যাংরায় ৩জন খুনে প্রথম গ্রেফতার। এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেফতার প্রসূন। থানায় এনে জিজ্ঞাসাবাদ। এখনও হাসপাতালে দাদা-ভাইপো।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শহর থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি SFI-এর
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শহর থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি SFI-এর। কলেজ স্ট্রিট থেকে দুপুর ৩টে এবং নাগেরবাজারে সন্ধে ৬টা থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল চারটে থেকে মিছিল হওয়ার কথা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। SFI-এর হাওড়া জেলা কার্যালয় থেকে দুপুর ৩টেয় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সকাল ১১টা নাগাদ প্রতিবাদ মিছিল কর্মসূচি নেওয়া হয়েছে মেদিনীপুরে। যাদবপুরকাণ্ডে SFI-এর ডাকা ছাত্র ধর্মঘট ঘিরে গতকাল জেলায় জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে শিলিগুড়ি, সর্বত্র ধরা পড়ে এই ছবি। সিংহভাগ জায়গাতেই দর্শকের ভূমিকায় দেখা যায় পুুলিশকে।



















