Kolkata: বিপজ্জনকভাবে খোলা পড়ে জয়েন্ট বক্স, কলকাতাতে শোচনীয় অবস্থা ত্রিফলা বাতিস্তম্ভের
হাওড়ার মত একই চিত্র কলকাতাতেও (Kolkata)। কলকাতাতে ত্রিফলা বাতিস্তম্ভের অবস্থা শোচনীয়। খোলা অবস্থায় রয়েছে ত্রিফলার জয়েন্ট বক্স। উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন অংশে বিপজ্জনকভাবে খোলা রয়েছে তার। গিরীশ পার্ক (Girish Park), পাইকপাড়া (Paik Para), রাজা মনীন্দ্র রোডে (Raja Manindra Road) বেরিয়ে রয়েছে তার। দেওধর স্ট্রিট, রাজাবাজার সায়েন্স কলেজের সামনেও খোলা অবস্থায় রয়েছে তার। ত্রিফলা বাতিস্তম্ভের জয়েন্ট বক্সের তার খোলা, উদ্বিগ্ন নাগরিকরা। পুর কমিশনারের কাছে রিপোর্ট চাইলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পুরসভা সূত্রে খবর ‘দুষ্কৃতীরা জয়েন্ট বক্সের ঢাকা চুরি করে নিয়েছে। সেলোটেপ দিয়ে আপাতত ঢাকা দিয়ে রেখেছে।’
![Mamata Banerjee: বিদ্যুতের দাম কমবে ? কী জানালেন মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/9256d29ed6662d75137b6e576fd0128d1739881728453535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)