Madhyamik Exam : ২ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ । পরীক্ষার ৭০দিনের মাথায় রেজাল্ট আউট
ABP Ananda LIVE: ২ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ । পরীক্ষার ৭০দিনের মাথায় রেজাল্ট আউট । ২ মে: পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট । পরীক্ষার্থী প্রায় ১০ লক্ষ, ২ মে রেজাল্ট আউট: সূত্র
Kashmir Terror Attack: কাশ্মীর ভ্রমণের পরিকল্পনায় ছেদ, আতঙ্কের আবহে টিকিট বাতিলের হিড়িক হাওড়ায়
জঙ্গি হানার প্রেক্ষিতে এবার কাশ্মীর যাওয়ার পরিকল্পনা বাতিল করার হিড়িক (Kashmir Terror Attack)। হাওড়ার অধিকাংশ পর্যটক ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। মঙ্গলবার পহেলগাঁওয়ের ঘটনার পর আপাতত অধিকাংশ পর্যটক কাশ্মীর ভ্রমণ বাতিল করছেন। তাঁরা জানিয়েছেন, এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। কোভিড পরিবর্তে পর্বে বাড়ছিল কাশ্মীরে পর্যটকের সংখ্যায়। এমনটাই দাবি, ট্যুর অপারেটরদের। কিন্তু মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জন পর্যটকের মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। পর্যটকদের মধ্যে বড় অংশ যাঁরা এবারের গ্রীষ্মে কাশ্মীরের টিউলিপ বাগান দেখার পরিকল্পনা করেছিলেন তাঁরা আতঙ্কিত। মে-জুন মাসে যাঁরা কাশ্মীরে বেড়াতে যাওয়ার কথা ভেবেছিলেন তাঁরা আপাতত তা বাতিল করছেন। অনেকে যাঁরা টিকিট কেটেছিলেন তাঁরাও আতঙ্কে টিকিট বাতিল করছেন। ট্রাভেল এজেন্সির অফিসে এসে তাঁরা কাশ্মীরের বদলে কুলু, মানালি অথবা শিমলা ভ্রমণের জন্য বুক করছেন।


















