Malda News: কালিয়াচকে বড়সড় রেশন দুর্নীতি, তৃণমূল নেতা তথা রেশন ডিলারের প্রায় ৮ কোটি টাকা জরিমানা।
Malda News: মালদার কালিয়াচকে বড়সড় রেশন দুর্নীতি, তৃণমূল নেতা তথা রেশন ডিলারের প্রায় ৮ কোটি টাকা জরিমানা। তৃণমূলের অঞ্চল সভাপতি ও রেশন ডিলার আশরাফুল ইসলামের ডিলারশিপ সাসপেন্ড। ফুড সাপ্লাই ইনস্পেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। ২০১৫-২০২২: ভুয়ো রেশন কার্ড বানিয়ে খাদ্য সামগ্রী লুঠের অভিযোগ। চাকরি থেকে বরখাস্ত জেলা খাদ্য দফতরের ডেটা এন্ট্রি অপারেটর। এক হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন আত্মসাতের অভিযোগ। কোটি কোটি টাকার সামগ্রী আত্মসাতের অভিযোগ স্থানীয়দের। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জেলা খাদ্য দপ্তর। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা।
আরও খবর, 'বাংলা থেকেই বিজেপির শুরু, সেদিনের বীজ আজ বটবৃক্ষ' । বাংলায় ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবেই' । বিজেপির একমাত্র লক্ষ্য উন্নয়ন: অমিত শাহ । সোনার বাংলা গড়তে বিজেপিতে যোগ দিন: অমিত শাহ । রাজ্য সরকারের মদতে বাংলায় অনুপ্রবেশ: অমিত শাহ । এখন রবীন্দ্র সঙ্গীতের বদলে বাংলায় বোমের আওয়াজ শোনা যায়' । 'গরু পাচার থেকে কয়লা পাচার, বাংলায় সব ক্ষেত্রেই দুর্নীতি' । সন্দেশখালি থেকে আর জি কর, বাংলায় মহিলারা নিরাপদ নন' । বাংলায় গুন্ডামি ও সিন্ডিকেট-রাজ চলে: অমিত শাহ । 'বিজেপি কয়েকটি সিট কম পাওয়ায় মমতা খুব খুশি হয়েছেন' ।