এক্সপ্লোর
Malda: 'বাঁশের বদলা বাঁশ, লাঠির বদলা লাঠি', বিরোধীদের হুমকি মালদার মালতিপুরের তৃণমূল বিধায়কের I Bangla News
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, প্রকাশ্যে হুমকি-পাল্টা হুমকি। বাঁশের বদলা বাঁশ, লাঠির বদলা লাঠি! বিরোধীদের হুমকি মালদার মালতিপুরের তৃণমূল বিধায়কের। ‘বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে,’ হুমকি তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির। ‘লোকসভা ভোটের পর তো গর্তে ঢুকে গিয়েছিল। যে বলছিল মাথায় গুলি করবে, এরা তারই শিষ্য', পাল্টা দিলীপ ঘোষ। 'সবই দিদি-ভাইপোর অনুপ্রেরণা', কটাক্ষ সুজনের।
আরও দেখুন






















