এক্সপ্লোর
Advertisement
Mamata on Price Hike: মধ্য়বিত্তের নাগালের বাইরে শাক সবজি থেকে মাছ-মাংস! কী পদক্ষেপ মুখ্যমন্ত্রীর?
শাক সবজি থেকে মাছ-মাংস। দাম বাড়তে বাড়তে কার্যত মধ্য়বিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারের বাজেট ঠিক করতেই ঘেমে নেয়ে একসা হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার মূল্য়বৃদ্ধি নিয়ন্ত্রণে তৈরি বিশেষ টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। আলুর দাম গত বছর এই সময়ে ছিল ২২ টাকা। এবারে আছে ৩৫ টাকা। পিঁয়াজ, গতবারে এই সময় ছিল ৩৫ টাকা। পটল ৩৫ টাকা বাপরে বাপ। ঢেঁড়শ, ঢেঁড়শ নামটাই তারও এত দাম! তো লোকে খাবে কী?... আমার মনে হয় বেশি মুনাফার লোভে, কিছু লোক আছে না বেশি লোভী হয়ে গেছে আরও চাই আরও চাই ফলে এর ফলে এর পিছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। নানা রকম চক্র কাজ করে। বড় চক্র।'
জেলার
সীমান্তে লাগাতার উস্কানি বাংলাদেশের, ফের আক্রান্ত বিএসএফ
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
Advertisement