Mamata Banerjee: 'অম্বেডকরকে নিয়ে মন্তব্য শুনে আমি স্তম্ভিত', অম্বেডকর ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী। মুখ খুললেন অম্বেডকর ইস্যুতে। অম্বেডকরকে নিয়ে মন্তব্য শুনে আমি স্তম্ভিত । উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী
আরও খবর...
অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের।
রাজ্যে ভুয়ো পাসপোর্টকাণ্ডের কিংপিন কে? ধৃত ৫ জনের নেপথ্যে আসল মাথা কে? কতজন বাংলাদেশির হাতে পৌঁছে গেছে ভুয়ো পাসপোর্ট? শুধুমাত্র বেহালার দীপঙ্কর দাসের থেকেই মিলেছে বিপুল পরিমাণ জাল নথি
অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের।
জঙ্গি সংগঠন আলকায়দার শাখা সংগঠন বাংলাদেশের 'আনসারুল্লা বাংলা'। কেরল থেকে গ্রেফতার মহম্মদ শাদ রাদি নামে আরও এক জঙ্গি। ধৃত শাদ রাদি বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। অগাস্টে বাংলাদেশে অস্থিরতার শুরু, নভেম্বরে ভারতে পাঠানো হয় মহম্মদ শাদ রাদিকে। জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার প্রধান, জসিমউদ্দিন রহমানির ঘনিষ্ঠ মহম্মদ ইসরাতের নির্দেশেই ভারতে অনুপ্রবেশ।