Mahestala News: মহেশতলাকাণ্ডে এখনও নিখোঁজ নির্যাতিত নাবালক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মহেশতলাকাণ্ডে এখনও নিখোঁজ নির্যাতিত নাবালক । পোশাক কারখানার আশপাশে পুলিশের তল্লাশি । চোর অপবাদে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক! । মূল অভিযুক্ত-সহ ৫জন গ্রেফতারের পরেও নিখোঁজ কিশোর
আরও খবর....
করোনা আক্রান্ত নিউ আলিপুরের ১০ বছরের এক কিশোরও। করোনার আক্রান্তের তথ্য লুকোচ্ছে রাজ্য সরকার, স্বাস্থ্য দফতর, আক্রমণ শুভেন্দুর। বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে, সেটা আগে দেখুক, পাল্টা কুণাল। করোনা আক্রান্ত নিয়ে সঠিক তথ্য দিক কেন্দ্র ও রাজ্য সরকার, দাবি মহম্মদ সেলিমের।
বঙ্গেও কোভিডের চোখরাঙানি, এবার করোনা আক্রান্ত এক সদ্যোজাত। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত আরও ২। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে একজন সদ্য়োজাত ও অন্য়জন কিশোর। করোনা আক্রান্ত গড়িয়ার ২ বছরের শিশুর অবস্থা সঙ্কটজনক, হাসপাতাল সূত্রে খবর। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি শিশুটি।
দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদের প্যাকেট দেখিয়ে আক্রমণ শুভেন্দুর। 'জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নানা রকমের রঙ্গ দেখা যাচ্ছে। সরকারি টাকায় দিঘার ভাস্কর্য। হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য প্যাকেট তৈরির নির্দেশ। প্যাকেটের দাম ২০ টাকা। মিষ্টি তৈরি হচ্ছে স্থানীয় দোকানে। ডিএম-দের একটি সার্কুলার পাঠানো হয়েছে। প্রসাদ ও স্যুভেনির বিতরন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মিষ্টির দোকানে প্রসাদের মিষ্টি তৈরি হচ্ছে। দুয়ারে





















