এক্সপ্লোর
Humayun Kabir TMC: 'বেলাগাম' হুমায়ুন কবীরের বিরুদ্ধে FIR! পাল্টা ডাক্তারদেরই হুঁশিয়ারি TMC নেতার
ভাঙা তো দূরের কথা, তিনি মচকালেনও না। উল্টে তাঁর বিরুদ্ধে এফআইআরের প্রেক্ষিতে ফের ডাক্তারদের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর। তিনি বলেন, 'জেল খেটে বেরব যেদিন, সেদিন বহরমপুর মেডিক্যাল কলেজে ৫০ হাজার লোক নিয়ে যাব। একা হুমায়ুন কবীর। দলকে ভাঙাব না। ৫০ হাজার লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবীরের আছে। নিয়ে মেডিক্যাল কলেজে, জেল খেটে এসে যাব। সেদিন হিসেবনিকেশ বুঝে নেব।'
উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। বিধায়কের হুমকির কথা কাল জানানো হবে সুপ্রিম কোর্টে, জানাল আইএমএ। আদালতকে সবাই জানাতে পারে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের।
জেলার
বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি
আরও দেখুন



















