Naushad Siddiqui: নৌশাদের গ্রেফতারির খবর সামনে আসতেই দিকে দিকে বিক্ষোভের ছবি,টায়ার জ্বালিয়ে প্রতিবাদ
ABP Ananda LIVE: ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার নৌশাদ সহ ৯৫। জামিন পেলেন ISF বিধায়ক-সহ সবাই। জেল হেফাজত চেয়েছিলেন সরকারি আইনজীবী। নৌশাদের গ্রেফতারির খবর সামনে আসতেই দিকে দিকে বিক্ষোভের ছবি, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ
সল্টলেকে 'পুলিশের মারে', আহত সরকারি আইনজীবী!
সল্টলেকে 'পুলিশের মারে', আহত সরকারি আইনজীবী! পুলিশের মারে কোমর ভেঙে যাওয়ার অভিযোগ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির ছেলের। পুলিশের মারধরে আহত আইনজীবীর ছেলে-সহ ২। ১ পুলিশকর্মীও আহত বলে অভিযোগ। আহত এক ASI, তার মাথা ফেটেছে, খবর পুলিশ সূত্রে। সাদা পোশাকে থাকা মত্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ, হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের মারে কোমর ভাঙল কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির ছেলের। গুরুতর আহত মনুজেন্দ্রনারায়ণ রায় নিজেও কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী। মণিপাল হাসপাতালে ভর্তি আক্রান্ত সরকারি আইনজীবী মনুজেন্দ্রনারায়ণ রায়। গতকাল রাতে সল্টলেকের AK ব্লকে গাড়ি আনতে যাচ্ছিলেন সরকারি আইনজীবীর ছেলে। সাদা পোশাকে থাকা দুই মত্ত পুলিশ কর্মী তাঁকে আটকে পরিচয় জানতে চান বলে অভিযোগ। বচসা হওয়ায় আইনজীবীর ছেলেকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে এসে মার খান সরকারি আইনজীবীও, অভিযোগ পরিবারের। আক্রান্তের বাবা প্রয়াত রণেন্দ্রনারায়ণ রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন




















