NB News: উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, 'ব্যবস্থা করা হয়েছে রিলিফ ফান্ডের', বললেন আলিপুরদুয়ারের জেলাশাসক
ABP Ananda LIVE: উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, ১০ জনের মৃত্যু । উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস, জলমগ্ন । ধসের জেরে ১০ জনের মৃত্যু, NDRF সূত্রে খবর । মিরিকের সৌরেনিতে ধসে চাপা পড়ে ২ শিশুর মৃত্যু । শিলিগুড়ির পোড়াঝারে হরপা বান, ক্ষতিগ্রস্ত ২০০ বাড়ি । ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বানারহাট । জলবন্দি ধূপগুড়ির বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা । ভুটানের পাহাড়ে ভারী বৃষ্টি, জলমগ্ন নাগরাকাটা । তিস্তার জলে প্লাবিত জলপাইগুড়ির ৩ নম্বর ওয়ার্ড । কোচবিহারের একাধিক জায়গায় জলবন্দি পরিস্থিতি । গজলডোবা ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে জল । পাহাড়-সমতলে ভারী বৃষ্টিতে বহু জায়গায় ধস । দার্জিলিং-কালিম্পং, শিলিগুড়ি-কালিম্পং রাস্তা বন্ধ । দার্জিলিং-সিকিম ১০ নম্বর জাতীয় সড়কে একাধিক ধস । শিলিগুড়ি-দার্জিলিং মূল রাস্তা ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস । প্রবল বৃষ্টিতে ব্যাহত রেল পরিষেবা, ট্র্যাকে জল জমে বিপত্তি । দুর্যোগের জেরে বাতিল উত্তর-পূর্ব রেলের একাধিক ট্রেন


















