North Sikkim: ভেঙে পড়ল লাচুং সেতু। আটকে প়ড়ছেন বহু পর্যটক | ABP Ananda LIVE
ABP Ananda live: ভেঙে পড়ল লাচুং সেতু। উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ। আটকে প়ড়ছেন বহু পর্যটক। সেতু সারাতে নামল স্থানীয় প্রশাসন।
আরও খবর...
অসম দিয়েও বাংলায় ঢুকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশকারীদের ভিড়ে মিশে এপারে ঢুকছে জঙ্গিরা। অনুপ্রবেশের পর শ্রমিকের আড়ালে শুরু জঙ্গি কার্যকলাপ। ধৃত ABT জঙ্গিদের জেরা করে জানতে পেরেছে অসম পুলিশ, খবর সূত্রের। ধৃত ABT জঙ্গিদের জেরা করে বড় নেটওয়ার্কের হদিশ, খবর STF সূত্র।
আর জি কর-কাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন। 'রাতে একসঙ্গে খাওয়াদাওয়া, কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে কেন জিজ্ঞাসাবাদ নয়?' 'সেই রাতে যে ৪ ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া, তাদের কেন হেফাজতে নিয়ে জেরা নয়?' 'কোথায় খাওয়াদাওয়া হল? যে কন্টেনারে ডেলিভারি, সেটা কোথায়?' 'কেন তড়িঘড়ি সেমিনার রুমের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল?' 'তড়িঘড়ি ক্রাইম সিনের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল, তার তদন্ত কোথায়?' পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে শিয়ালদা কোর্টে পরিবার। কোন কারণে FIR-এ দেরি? তা নিয়েও তদন্ত হয়নি বলে অভিযোগ। দেহ সৎকারে তাড়াহুড়ো নিয়ে তদন্ত হয়নি বলে অভিযোগ পরিবারের। কেন পরিবারকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? প্রশ্ন পরিবারের।