এক্সপ্লোর
Pallavi Dey Death : পল্লবী দে মৃত্যু তদন্তে লিভ ইন পার্টনার সাগ্নিকের প্রথম পক্ষের স্ত্রীর চাঞ্চল্যকর তথ্য ।Bangla News
পল্লবী দে মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর তথ্য লিভ ইন পার্টনার সাগ্নিকের প্রথম পক্ষের স্ত্রী সুকন্যা মান্নার। পল্লবীর সঙ্গে সাগ্নিকের দেখা সুকন্যার মাধ্যমেই। এরপরে তাঁরা লুকিয়ে মেলামেশা শুরু করেন। যার কথা পল্লবীর পরিবার আগে থেকে জানতেন। এমনকি এই বিষয়ে সুকন্যা কথাও বলেনন পল্লবীর মায়ের সাথে। সুকন্যা বলেন, আমি পল্লবীর মায়ের সাথে কথা বলি, জানাই যে আমার ও সাগ্নিকের বিয়ে হয়ে গেছে তাও পল্লবীর এই মেলামেশা আমার ভালো লাগছে না। সেই সময়ে এই বিষয়ে বিশেষ কিছু বলেননি তাঁরা, কারণ সাগ্নিক অবস্থাপন্ন বাড়ির ছেলে। এখন সেই কথা অস্বীকার করছেন ওঁরা। বিষয়টা প্রথম থেকেই ওঁরা জানতেন।
জেলার
বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি
আরও দেখুন



















