Patna Update: ২ গ্যাংয়ের রেষারেষিতে হত্যাকাণ্ড ! পুরুলিয়ার জেলে বসে চক্রান্ত ! পাটনার ঘটনায় চাঞ্চল্য
ABP Ananda LIVE: ২ গ্যাংয়ের রেষারেষিতে খুন। পেশাদার খুনি তৌসিফ বাদশাকে চন্দন খুনের সুপারি দেয় শত্রুপক্ষ শেরু গ্যাং, সন্দেহ পুলিশের। পুরুলিয়ার জেলে বন্দি শেরুকেও জেরা। পাটনার হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন কয়েদিকে খুন। খুনকাণ্ডে জড়িত ৫ অভিযুক্তর হদিশ বাংলায়। পাকড়াও গ্য়াংয়ের ৫ সদস্য , খবর সূত্রের। পাটনার হাসপাতালে ঢুকে কয়েদিকে নৃশংস খুন দুষ্কৃতীদের। খুনের পিছনে কাজ করেছে অপরাধীদের বড় চক্র, নিশ্চিত পুলিশ। চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করল বিহার পুলিশ। অপরাধীদের চক্রের খোঁজে বাংলায় বিহার পুলিশের টিম। অপরাধ চক্রে যুক্ত থাকার সন্দেহে ৫ জনকে । পশ্চিমবঙ্গ থেকে আটক করল পুলিশ। নিউটাউন থেকে খুনকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশের জালে ৫ জন। 'নিউটাউন থেকে যাদের আটক করা হয়েছে, তাদের সঙ্গে, পাটনা থেকে কথা বলেছিল খুনিরা', দাবি পুলিশের।





















