Sajal Ghosh: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম 'অপারেশন সিঁদুর', পুলিশের নোটিস | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুজোর থিম 'অপারেশন সিঁদুর', পুলিশের নোটিস। সন্তোষ মিত্র স্কোয়ারের এ বারের থিম 'অপারেশন সিঁদুর'। ক্রাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত নোটিস মুচিপাড়া থানার পুলিশের। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশের নোটিস, অভিযোগ সজল ঘোষের। 'স্টল বসানোয় নিষেধাজ্ঞা, কতজন ভলান্টিয়ার রাখতে হবে। কলকাতা পুলিশের বৈষম্যমূলক আচরণ, অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। গতবছর সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় দেখেই দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে এই নোটিস, পাল্টা দাবি পুলিশের। গত ২ বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ পরিদর্শনে আসেন না পুলিশ কমিশনার। গত ১৪ তারিখ প্রথম নোটি, পাঠানো হয়। কর্তৃপক্ষ কোনও উত্তর দেয়নি। গতকাল ফের চিঠি পাঠানো হয়। সুষ্ঠুভাবে যাকে মানুষ ঠাকুন, ভিজড সামলানোর।
আরও খবর..
'২৫ জুন দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালনের জন্য চিঠি এসেছে' ।'জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষ্যে চিঠি পাঠিয়েছে কেন্দ্র' । এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে' । 'মুখ্যসচিবের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্র' । 'সংবিধান হত্যা দিবস পালনে আপত্তি রয়েছে' । 'এখন কি দেশে আদৌ গণতন্ত্র আছে?' । 'দেশে প্রতিদিন গণতন্ত্রের হত্যা, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে' । 'সব রাজ্যের অধিকার ক্ষু্ণ্ণ করছে কেন্দ্র' । 'মানুষের ওপর কেন্দ্র নিজেদের অ্যাজেন্ডা চাপিয়ে দিতে চাইছে' । রোজ রোজ সংবিধান বদলাচ্ছে' । মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশে কীভাবে ক্ষমতা দখল করেছেন?' । নির্বাচন কমিশনের আচরণ একতরফা' ।'পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন'। 'বিজেপি করলে সাত খুন মাফ, অন্য করলে বন্ধ ঝাঁপ' । বাংলায় কিছু হলেই টিম পাঠান' । উত্তরপ্রদেশ, গুজরাতে যখন দাঙ্গা হয়, টিম পাঠান?' রাজস্থান, মণিপুরে কী হচ্ছে? অসম, উত্তরপ্রদেশে কী হয়েছে?' সব বুলডোজ করছে, জুমলা সরকার চলছে' আপনি সংবিধান হত্যার কথা বলছেন! 'পহেলগাঁওয়ের পর সবাই বিশেষ অধিবেশন ডাকার কথা বলেছিল' বিশেষ অধিবেশন কেন ডাকা হল না?' আমাদের দল ৫টি প্রশ্ন করেছিল, উত্তর দেয়নি' । মিথ্যের জঞ্জাল, মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর রাজ্যকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা'আমদাবাদ-সহ বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা ঘটছে' । পূর্ব পরিকল্পিত কিছু ঘটে থাকলে আমাদের ভাবা উচিত' 'সংস্কৃতি মন্ত্রক সিনেমা তৈরি করেছে, ওটা ফেক ফিল্ম' । কেন্দ্র কেন্দ্রের মতো সংবিধান হত্যা দিবস পালন করুক' । রাজ্য সরকার সংবিধান হত্যা দিবস পালন ক



















