Pratul Mukhopadhyay: শিল্পী প্রতুল মুখোপাধ্য়ায়ের জন্মদিন স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল 'দেশ বাঁচাও গণমঞ্চ'
ABP Ananda Live: শিল্পী প্রতুল মুখোপাধ্য়ায়ের জন্মদিন স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। স্মরণ সভার আয়োজন করল 'দেশ বাঁচাও গণমঞ্চ'।
কলকাতায় প্রধানমন্ত্রীর নামে 'ম্যারাথন', মহালয়ার সকালে দেশজুড়ে ‘নমো যুব রান'
নেশামুক্ত ভারত গড়তে মহালয়ার সকালে প্রধানমন্ত্রীর নামে ম্যারাথন। যার নাম দেওয়া হয়েছে ‘নমো যুব রান‘। দেশের একশোটি জায়গায় এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতা ও শিলিগুড়ি।নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ পালন করে বিজেপি। তার একটি অংশ হিসেবে এই ‘অরাজনৈতিক’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে শুরু হয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত যাবেন ম্যারাথনে অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রীর নামে এই ম্যারাথনে যোগ দিয়েছেন বিজেপির একাধিক বিধায়ক ও নেতারা।


















