Ration Scam: রেশন-দুর্নীতি নিয়ে ইডির জেরায় মুখে কুলুপ তৃণমূল নেতা আনিসুর ও আলিফের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রেশন-দুর্নীতি নিয়ে মুখে কুলুপ তৃণমূল নেতা আনিসুর ও আলিফের। দুই ভাইকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় আনিসুর ও আলিফকে গ্রেফতার করেছে ইডি। ১৪ ঘণ্টা তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার আনিসুর ও আলিফ। জ্যোতিপ্রিয়র সঙ্গে প্রায় দেড় কোটি টাকার লেনদেন আলিফ-আনিসুরের: সূত্র। কীসের লেনদেন, ইডির জেরায় মুখে কুলুপ আলিফ-আনিসুরের: সূত্র।
তাজপুরের সমুদ্রের পাশে দোকান। তা উচ্ছেদ নিয়েই শুরু বিতর্ক। জোয়ারের জল দোকানগুলির কাছাকাছি চলে আসায় হকাররা কিছুটা পিছিয়ে দেন দোকান। দোকানদারদের দাবি, বর্ষায় জল বেড়ে যাওয়ায় তাঁরা দোকান কিছুটা পিছিয়ে নিয়ে যেতে চাইছেন। পরে আবার দোকান আগের জায়গাতেই ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এই কাজেই বাধা দিচ্ছে বনদফতর। অন্যদিকে বনবিভাগের দাবি, দোকান পিছিয়ে নিলে বনদফতরের জমি জবরদখল করা হচ্ছে। এইসব মিলিয়েই উত্তপ্ত হয়ে উঠেছিল তাজপুর এলাকা। আর সেই তরজা আরও উস্কে দিয়েছে কারামন্ত্রী অখিল গিরির মন্তব্য। মহিলা ফরেস্ট রেঞ্জারকে কদর্য ভাষায় হুমকি দেন অখিল গিরি। লাঠিপেটা করার শাসানি সহ- আরও অনেক কুরুচিকর করা বলেছেন কারামন্ত্রী। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গের সরকার। মহিলা ফরেস্ট রেঞ্জার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। বনদফতরের আধিকারিককে স্বসম্মানে কাজ চালিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন তাঁরা।