Recruitment Scam: কালীঘাটের কাকুকে হেফাজতেই চাইল না সিবিআই। ABP Ananda live
Kalighater Kaku: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে হেফাজতেই চাইল না সিবিআই। ভয়েস স্যাম্পল নেওয়ার আবেদন মঞ্জুর। জেল হেফাজতে পাঠানো হল সুজয়কৃষ্ণকে।
তপসিয়ার পরে এবার নিউ আলিপুর, ফের ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'দেখুন এটা কিছু একটা আছে। হয় এই ঠান্ডার জন্য...বিশেষ করে ঝুপড়িতে, যেখানে প্লাস্টিকের ব্যবহার খুব বেশি, একটা কিছু হচ্ছে। শীতে গরম করার জন্য হয়তো .. না হলে পরপর ঝুপড়িতে এইভাবে আগুন লাগার কথা নয়। এটা দেখতে হবে। আমরা নিশ্চিত নই কীভাবে আগুন লাগল এখানে।.. এইগুলি আনঅথরাইড্ ঝুপড়ি । এটা বিজ্রের পাশে রেলের জায়গা। কারা থাকত না থাকত কারও কিছু জানা নেই। কতজন থাকবে এটা বলা মুশকিল। কিন্তু কেউ ভিতরে ছিল না।'



















