RG Kar News: শিল্পীদের বয়কট-বিতর্কে দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক? কুণালের পাশে কল্যাণ-ব্রাত্য
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সরব শিল্পীদের একাংশকে বয়কটের ডাক ঘিরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুণাল ঘোষ। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় বা তিনি বয়কট নিয়ে কোনও নির্দেশ দেননি। আজ কুণাল ঘোষ বলেন, দলের একাধিক গ্রুপে বয়কট নিয়ে সার্কুলার রয়েছে। সেই সঙ্গে কুণাল ঘোষ এও বলেছেন, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ফেজটায় আর জি করের সময়টায়, যেহেতু সেই সময়টায় তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা-চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেব এর ডিফারেন্সটা কী। এই ইস্য়ুতে কুণাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, তাঁর এলাকায় এরকম হলে, তিনি নিজেও স্লোগান তুলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই তাঁর মত, বলছেন ব্রাত্য বসুও। আর এসব দেখে বিজেপির কটাক্ষ, মমতা ও অভিষেকের টিমের মধ্যে লড়াই শুরু হয়েছে।