RG Kar:BJPর DC সেন্ট্রালের অফিস অভিযানে ধুন্ধুমার।ধর্মতলায় পুলিশের ব্যারিকেডে আটকাল মিছিল।ধস্তাধস্তি
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডে বিজেপির ডিসি সেন্ট্রালের অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার। ধর্মতলায় পুলিশের ব্যারিকেডে আটকাল মিছিল। ধস্তাধস্তি।
ABP Ananda LIVE: অনিকেত জানিয়েছেন, ৩০ জনই যাবেন তাঁরা। লাইভ সম্প্রচারের দাবিতেও অনড় তাঁরা। তিনি বলেন, "আমার বলেছি, ২৬টি মেডিক্যাল কলেজের প্রতিনিধি রয়েছেন, তাই ৩০-এর কম জন যাওয়া সম্ভব নয়। লাইভ সম্প্রচার মাননীয়া মুখ্যমন্ত্রীর দেখানোই পথ। খোলা মনে আলোচনার পথ এটাই। মুখ্যমন্ত্রীর জেলাস্তরের বৈঠকও লাইভ হয়। সেক্ষেত্রে জনমত থেকে উঠে আসা দাবি নিয়ে বৈঠক লাইভ হলে আপত্তি কেন? কী লুকনোর আছে? আশাকরি রাজ্য প্রশাসন এটা বিবেচনা করে দেখবে।" জেলায় যাঁরা আন্দোলন করছে, লাইভ সম্প্রচার হলে, তাঁরাও দেখতে পারবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।



















