RG Kar News: এটা ভাবলে চলবে না যে লড়াইয়ের শেষদিনে পৌঁছেছি। লড়াই এখন শুরুই হয়নি: সিনিয়র চিকিৎসক
ABP Ananda LIVE: '৩৫ দিনের যে লড়াই, এটা ভাবলে চলবে না যে এটা লড়াইয়ের শেষদিনে পৌঁছেছি। এটা লড়াই এখন শুরুই হয়নি। আসল লড়াই সিবিআইয়ের লড়াই, কোর্টের লড়াই। এই মুহূর্তে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ডায়লগের মাধ্যমে যাতে জনস্বাস্থ্য ঠিক জায়গায় থাকে সেই দিকটা দেখার', মন্তব্য সিনিয়র চিকিৎসকের।
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের ডাক। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি মুখ্যসচিবের। ভাগ করা হবে বৈঠকের লিখিত কার্যবিবরণী, উল্লেখ চিঠিতে। এটাই পঞ্চম তথা শেষবার বৈঠকের আবেদন। উল্লেখ সরকারের পাঠানো চিঠিতে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিতে আলোচনা শুরু আন্দোলনরত চিকিৎসকদের। এটাই পঞ্চম তথা শেষবার বৈঠকের আবেদন। উল্লেখ সরকারের পাঠানো চিঠিতে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিতে আলোচনা শুরু আন্দোলনরত চিকিৎসকদের। এটাই পঞ্চম তথা শেষবার বৈঠকের আবেদন। উল্লেখ সরকারের পাঠানো চিঠিতে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিতে আলোচনা শুরু আন্দোলনরত চিকিৎসকদের। চিকিৎসককে মৃত জেনেও জিডিতে অচৈতন্য অবস্থায় উদ্ধারের উল্লেখ। আর জি কর-কাণ্ডে কোর্টে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের আঁতাঁতে বৃহত্তর ষড়যন্ত্রের সন্দেহ। ময়নাতদন্তে দেরি, শেষকৃত্যে তাড়াহুড়ো, উল্লেখ সিবিআইয়ের রিমান্ড লেটারে। মৃতদেহ উদ্ধারের পর সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডল নিয়মিত যোগাযোগ, দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। ক্রাইম সিনে কলকাতা পুলিশের ৪০ ফুট কর্ডনের দাবি নস্যাৎ সিবিআইয়ের। ঘেরা হয়নি পদ্ধতি মেনে, বহিরাগত আনাগোণায় তথ্যপ্রমাণ লোপাটের গভীর আশঙ্কা সিবিআইয়ের। ABP Ananda LIVE