RG Kar : কীভাবে কাটমানি ? RG করে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিচারে সম্মতি রাজ্যের
ABP Ananda Live: আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI।'৩ ভেন্ডরের কাছ থেকে বরাত পিছু ৮-১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ। হাসপাতালের জন্য বরাদ্দ টাকা অন্য জায়গায় ব্যবহার করতেন সন্দীপ ঘোষ। ৭০ শতাংশেরও বেশি বরাত পেয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। কয়েকজন হাউসস্টাফের কাছ থেকে মাসিক টাকা আদায় করতেন আশিস পাণ্ডে', আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI
RG Kar News Live: 'তাঁদের বিরুদ্ধে কথা বলা বিবেকসম্পন্ন কোনও মানুষের পক্ষে সম্ভব নয়', বললেন হুমায়ুন
হুমায়ুন বলেন, "আমি এক সন্তানের বাবা। আমারও মেয়ে আছে। কাজেই, সেই সন্তানহারা যে বাবা-মা তাঁরা কখনো কখনো তাঁদের স্ট্যান্ড পরিবর্তন করছেন, এনিয়ে আমি কোনও কথা বলতে চাই না। বরঞ্চ সেই বাবা-মায়ের প্রতি আমার শ্রদ্ধা-সহানুভূতি থাকবে।" তৃণমূলের বিভিন্ন নেতার অভয়ার বাবা-মাকে আক্রমণ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "এসবগুলো মোটেই উচিত নয়। যাঁরা বলছেন তাঁদের উচিত, আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দেওয়া উচিত।" বাবা-মাকে সরাসরি আক্রমণ করাকে সমর্থন করেন ? উত্তরে তৃণমূল বিধায়ক সরাসরি বলেন, "মোটেই না। কারণ, একজন সন্তানহারা বাবা-মাকে আমরা সান্তনা দেওয়া ছাড়া, তাঁদের বিরুদ্ধে কোনও কথা বলা বিবেকসম্পন্ন কোনও মানুষের পক্ষে সম্ভব নয়।"

















