RG Kar : ন্যায়বিচারের দাবিতে ফের পথে অভয়া মঞ্চ I CBI-এর বিরুদ্ধে আক্রমণ I কী দাবি চিকিৎসকদের ?
ABP Ananda LIVE : আর জি কর কাণ্ডে ফের পথে অভয়া মঞ্চ I আজ সোদপুরে অভয়া মঞ্চের ডাকে 'ন্যায়বিচারের অগ্নি গর্জন' I সোদপুরে পথ সভা ও প্রতিবাদ কর্মসূচির ডাক I
অনুব্রতকাণ্ডে TMCP নেতার দেওয়া হুমকির ফেসবুক পোস্টে 'মর্যাদাহানি হয়েছে পুলিশের'
অনুব্রতকাণ্ডে TMCP নেতার দেওয়া হুমকির ফেসবুক পোস্টে 'মর্যাদাহানি হয়েছে পুলিশের'। বিক্রমজিৎ-এর বিরুদ্ধে পুলিশের করা FIR-এই মর্যাদাহানির উল্লেখ। 'এই পোস্ট সংশ্লিষ্ট পুলিশ অফিসারের মনোবলে আঘাত করেছে' এর ফলে ওই পুলিশকর্মীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও FIR-এ উল্লেখ। যে পোস্টে মর্যাদাহানি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা বলছে পুলিশ, তার সিংহভাগ জুড়েই তো অনুব্রত!। বোলপুর থানার IC-র উদ্দেশে অনুব্রত মণ্ডলের কদর্যভাষা প্রয়োগে কতটা মর্যাদাহানি হল পুলিশের? অনুব্রত মণ্ডলকে ২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ ছাড়া দৃশ্যত আর কী পদক্ষেপ নিচ্ছে পুলিশ?
কার ফোন থেকে IC-কে ফোন করা হয়েছিল? অনুব্রত মণ্ডলের ফোন থেকেই কি IC-কে ফোন করা হয়েছিল? তাহলে অনুব্রতর মোবাইল ফোন কেন বাজেয়াপ্ত করেনি পুলিশ



















