![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RG Kar Live: CBI তদন্ত মীনাক্ষীকে, কোনপথে আর জি কর তদন্ত? ABP Ananda Live
Minakshi Mukherjee: আরজি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে CBI তলব মীনাক্ষীকে। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হল মীনাক্ষীকে। কয়েকদিন আগেই তাঁকে ডেকে পাঠানো হয়। সে সময় সিবিআই দফতরে যেতে পারেননি মীনাক্ষী। আজ সকাল ১১টায় সিজিও-তে যাবেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক। আরও খবর, আরজি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে CBI তলব মীনাক্ষীকে। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হল মীনাক্ষীকে। কয়েকদিন আগেই তাঁকে ডেকে পাঠানো হয়। সে সময় সিবিআই দফতরে যেতে পারেননি মীনাক্ষী। আজ সকাল ১১টায় সিজিও-তে যাবেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক। কালীঘাটের পর নবান্ন। মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটল না জট। কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস। থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের। সন্ধে ৬টা ৪০ থেকে ২ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক। কার্যবিবরণী লিপিবদ্ধ করতেই রাত ১২টা পার! মধ্যরাতে নবান্ন থেকে বেরোলেন মুখ্যসচিব-ডিজিপি। থ্রেট কালচার বন্ধ করা থেকে সুরক্ষা। ৩ দফা দাবিতে অনড় ডাক্তাররা। পাশে নির্যাতিতার পরিবার। থ্রেট কালচার বন্ধ ও সটুডেন্ট কাউন্সিল চালুর দাবিতে মালদা মেডিক্যালে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। সন্ধে থেকে ঘেরাও অধ্যক্ষ, সুপার। দাবি মেনেছে সরকার, এবার কাজে ফিরুন, আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে ডাক্তারদের আবেদন অভিষেকের।
![Mamata Banerjee: '৬০ হাজার করে ২ কিস্তিতে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/d6f2e872d54113ad012af432e4e2bacc1734439581070968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![TMC News: তোলাবাজ TMC কাউন্সিলর ? ৫০ লক্ষ টাকা না দেওয়ায় মেরে প্রোমোটােরের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/b948e8db34868c46d51ffe85f564bc331734439351346968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh Portest : সন্ন্যাসী, হিন্দুদের বিচার দিতে ব্যর্থ, অত্যাচারীরই হাত আরও শক্ত!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/2951358a2732d514bddc0a4ba43355421734438756835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh News Update: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের অংশ বাতিল করল বাংলাদেশ হাইকোর্ট।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/89e2427621a69edd414da0b33f13474b1734437680253968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Recruitment Scam:এবার CBI-র হাতে গ্রেফতার কালীঘাটের কাকু।সিডেন্সি জেল থেকে 'শোন অ্যারেস্ট' দেখাল CBI](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/be96f1b03c8884a6f6021d9e8654bf771734435769299968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)