RG Kar LIVE : ডায়মন্ড হারবার রোড অবরোধ করেন SUCI-এর সমর্থকরা
ABP Ananda Live: সকাল ১১টা নাগাদ বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের সামনে ডায়মন্ড হারবার রোড অবরোধ করেন SUCI-এর সমর্থকরা। একের পর এক গাড়ি আটকে পড়তেই, শুরু হয় পুলিশি তৎপরতা। পুলিশ অবরোধ সরাতে গেলে, দু'পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। বৃষ্টির মধ্যেই ধাক্কা দিয়ে, টেনে হিঁচড়ে, ধর্মঘটিদের সরিয়ে দেয় পুলিশ।
আরও খবর, গোসাবা বাজারে SUCI-এর মিছিলে বাধা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের।উভয় পক্ষের মধ্যে বচসা হাতাহাতি।আজ সকালে SUCI-এর ডাকে ১২ঘন্টা বন্ধের সমর্থনে যখন SUCI-এর কর্মীরা গোসাবা বাজারে মিছিল করছিল, সেই সময় আচমকা গোসাবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য রমেশ মাইতি বাধা দেয়।তখন উভয় পক্ষের মধ্যে বচসা বাধে।পঞ্চায়েত সদস্য সেই সময় SUCI-এর কর্মীদের মারতে যায়। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)