RG Kar Live: পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে বামেরা। ABP Ananda Live
RG Kar News: জুনিয়র ডাক্তারদের পর এবার লালবাজার অভিযানে বামেরা । সিপি-র পদত্যাগের দাবিতে বামেদের লালবাজার অভিযান । বামেদের লালবাজার অভিযান আটকাতে পুলিশের ব্যারিকেড, গার্ডরেল। আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানিতে হতাশ IMA বেঙ্গল । 'সর্বোচ্চ আদালতে শুনানির সঙ্গে CBI-এর ভূমিকাতেও হতাশ' ।'বিচারের জন্য দ্রুত শুনানির ব্যাপারে নেওয়া হয়নি কোনও পদক্ষেপ' । 'দ্রুত শুনানিতে পদক্ষেপের বদলে কাজে ফিরতে বলা হল জুনিয়র চিকিৎসকদের' । আন্দোলনের জন্য রোগী মৃত্যুর অভিযোগ খারিজ করে দাবি IMA বেঙ্গলের । 'যেভাবে জুনিয়র চিকিৎসকদের দায়ী করে দেখানো হচ্ছে তা পুরোপুরি মিথ্যে' । জুনিয়র ডাক্তারদের পাশে থাকার কথা বলে জানিয়ে দিল IMA বেঙ্গল ।IMA বেঙ্গলের সুরেই জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা সার্ভিস ডক্টর্স ফোরামের। সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা । চলবে কর্মবিরতি, বিচারের দাবিতে কর্মবিরতির অবস্থানে অনড় । কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অনড় । স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা থেকে ভয়ের রাজনীতি বন্ধের দাবি। সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবি । একাধিক দাবিতে কাল ফের জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান । কাল দুপুর ১টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক । দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানের ডাক । 'বিরূপাক্ষকে সাসপেন্ড করলেও কোনও কারণ দেখানো হয়নি'।