RG Kar News: নতুন করে আর জি কর কাণ্ডের তদন্তের আবেদন, উত্তর মিলবে ৩৫টি প্রশ্নের?
RG Kar Protest: আর জি কর-কাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন। 'রাতে একসঙ্গে খাওয়াদাওয়া, কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে কেন জিজ্ঞাসাবাদ নয়?' কেন পরিবারকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? প্রশ্ন পরিবারের।
আরও খবর, ফের তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। ময়নাগুড়িতে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক পাপন চাকলাদারের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল নেতার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীরা, উঠেছে এমনই গুরুতর অভিযোগ। ময়নাগুড়ি থানায় বারবার জানিয়েও কাজ হয়নি বলে দাবি। পুলিশ সুপারের দ্বারস্থ ময়নাগুড়ির ব্যবসায়ী ললিত সরকার। সব অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত যুব তৃণমূল নেতা।
বাড়ি থেকে বের হচ্ছে তেলের মত কালো তরল। বছর খানেক ধরে এমন ঘটনা ঘটছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। ONGC, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IIPC বিভাগ ও রাজপুর সোনারপুর পুরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের।