RG kar Update: 'এটা কি সত্যকে আড়াল করার চেষ্টা?' আর জি কর শুনানি প্রসঙ্গে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা
RG Kar News: ফের পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। মঙ্গলবারের পর বুধবারও পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। 'এটা কি সত্যকে আড়াল করার চেষ্টা? ক্ষুব্ধ ছাড়া আর কোন শব্দ নেই, একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে', প্রতিক্রিয়া জুনিয়র চিকিৎসকদের। 'CBI তদন্তে কী পেল, কাল স্টেটাস রিপোর্ট দেখব'। আর জি কর-মামলা প্রসঙ্গে জানালেন প্রধান বিচারপতি।
আমেরিকাবাসীকে ধন্যবাদ', 'আমি আপনাদের পরিবার ও অধিকারের স্বার্থে লড়াই করব', 'আপনাদের ভবিষ্যতের জন্য লড়াই করব', 'সর্বকালীন সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা', 'আজ আমরা ইতিহাস তৈরি করেছি', 'সেরা রাজনৈতিক প্রত্যাবর্তন দেখল পৃথিবী', 'অর্থনীতিতেও আমেরিকার প্রত্যাবর্তন দেখবে বিশ্ব', 'এই জয় দেশকে সুস্থ করে তুলতে সাহায্য করবে', 'এবার আমেরিকার স্বর্ণযুগ শুরু হবে' 'বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হবে আমেরিকা', 'আমরা খুব শীঘ্রই সীমান্ত সিল করে দেব', 'কোনও ভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না', বললেন ডোনাল্ড ট্রাম্প।
![Saraswati Puja: সরস্বতী পুজোয় পুলিশ পাহারা, RAF-এর টহল ! কী বলছেন বুদ্ধিজীবিরা ? | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/06/c9eeadeecb736bb3f5434d9f42020f0c1738812072045894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)