RG Kar: অভয়ার মাকে মারধরের উল্লেখ, পরে রিপোর্টে দুর্ঘটনার তত্ত্ব। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি বাবার
ABP Ananda LIVE : এবার হাসপাতালের রিপোর্ট নিয়ে প্রশ্ন অভয়ার বাবার। প্রথমে নিহত চিকিৎসকের মাকে মারধরের উল্লেখ, পরে রিপোর্টে দুর্ঘটনার তত্ত্ব। অভিযোগ তুলে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। হাসপাতালে থেকে ছাড়া পেলেন অভয়ার মা। পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চললেও ভর্তি না নেওয়ার অভিযোগ পরিবারের। মণিপাল হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি। নবান্ন অভিযানে আহত অভয়ায় মা, তুঙ্গে তরজা। অভয়ার মায়ের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত। ফুটেজ খতিয়ে দেখে পদক্ষেপ। মন্তব্য সিপি মনোজ ভার্মার। সহানুভূতি জানিয়ে লাভ নেই। পাল্টা অভয়ার বাবা। নবান্ন অভিযানে আহত ৫ পুলিশকর্মী। অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল, কৌস্তভ-সহ বিজেপি নেতানেত্রীদের বিরুদ্ধে সাতটি FIR পুলিশের। আহতদের দেখতে হাসপাতালে সিপি। অভয়ার মাকে মার পুলিশের। জাতীয় পতাকা মাড়িয়েছে। এজন্য মেরে জেলে যেতে আপত্তি নেই। হুঙ্কার দিন্দার। ফুটেজ দেখান। পুলিশকে চ্যালেঞ্জ অগ্নিমিত্রার। গুরুত্বে নারাজ কৌস্তভ।নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ। খোদ CPর বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় নালিশ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। জাতীয় পতাকা নিলে, রক্ষার দায়িত্ব বহনকারীর, পাল্টা কুণাল।




















