RG Kar Protest: 'আমাদের দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর', মন্তব্য জুনিয়র চিকিৎসকদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'আমরা হঠাৎ করে অনশনে বসিনি, অনশনে বসতে বাধ্য হয়েছি' 'আমরা কাজে ফিরতে চাই, আমাদের ন্যায্য় দাবি মেনে নেওয়া হোক''আমাদের দাবি পূরণ না হলে অনশন চলবে''জটিলতার দ্রুত সমাধান আমরা চাই''আমাদের দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর''আমরা এখনও ন্যায়বিচার পাইনি''মনে হচ্ছে, মুখ্যমন্ত্রী কোথাও কোথাও ধৈর্য হারাচ্ছেন''সোমবার আমরা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করব''আমরা মনোক্ষুণ্ণ হলেও মুখ্যমন্ত্রীকে অভিভাবক হিসেবেই দেখি''আমাদের ১০ দফা দাবির কথা উনি স্পষ্টভাবে জানেন না''এতদিন পর কেন শুনতে হল, মুখ্যমন্ত্রী আমাদের দাবির কথা জানেন না?''তাহলে কি আমাদের দাবির কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়নি?''আমদের বলা হচ্ছে, কাজে ফিরছি না কেন?''রাজ্য জুড়ে সব জায়গায় পরিষেবা দেওয়া হয়েছে''আমাদের অনশনকে খাটো করে দেখা হচ্ছে'ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর মন্তব্য জুনিয়র চিকিৎসকদের