এক্সপ্লোর
RG Kar Protest Rally: 'এটায় যদি পা না মেলাই তাহলে সেটা আমার অপরাধ...', নাগরিক সমাজের ডাকা মিছিলে দীপ্সিতাও!
রাজপথে লেখা We Want Justice. আরজি কর কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নাগরিক সমাজ। আমজনতার সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন একাধিক তারকা। সাধারণ মানুষের উদ্যোগে বহু মানুষের জমায়েত। 'আমার রাজনৈতিক পরিচয় আমার ব্যক্তিসত্ত্বার অংশ। তবে অবশ্যই আমি কোনও দলের প্রতিনিধি হয়ে আসিনি। এটা কোনও দলীয় মিছিল নয়। একজন মানুষ হিসেবে মনে হয়েছে উদ্যোক্তারা যে ডাক দিয়েছেন, এটায় যদি পা না মেলাই তাহলে সেটা আমার অপরাধ হবে', এদিন নাগরিক সমাজের মিছিলে পা মিলিয়ে বললেন এসএফআই নেত্রী দীপ্সিতা ধর।
এদিন নাগরিক সমাজের ডাকা মিছিলে দেখা গিয়েছে অপর্ণা সেনকে। ছিলেন অপরাজিতা আঢ্য, ঊষসী চক্রবর্তী, ঊষসী রায়, সুদীপ্তা চক্রবর্তী, লগ্নজিতা, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা, শোলাঙ্কি-সহ আরও একাধিক শিল্পী-অভিনেতা-গায়িকা।
জেলার
মেট্রো যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদা থেকে ধর্মতলার মধ্যে হল ট্রায়াল রান
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement