এক্সপ্লোর
RG Kar: আরজি করে চিকিৎসক নির্যাতনের ১ বছর, অগাস্টে তিন তিনটি কর্মসূচির ঘোষণা করল অভয়া মঞ্চ
ABP Ananda LIVE: অগাস্টে তিন তিনটি কর্মসূচির ঘোষণা করল অভয়া মঞ্চ। পয়লা অগাস্ট CGO অভিযান, ৯ অগাস্ট, 'কালীঘাট চলো' এবং ১৪ই অগাস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হল। এদিকে, 'কালীঘাট চলো'র অনুমতি না মেলায় ফের কলকাতা পুলিশকে ইমেল করল 'অভয়া মঞ্চ'।
CGO অভিযান... 'কালীঘাট চলো' থেকে ফের রাত দখলের ডাক। আর জি কর-কাণ্ডের এক বছরে ত্রিফলা আন্দোলনের ঘোষণা করল অভয়া মঞ্চ। ৯ অগাস্ট, আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ১ বছর। ওইদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আর কালীঘাট চলোর ডাক দিয়েছে অভয়া মঞ্চ!
জেলার
'১০ লাখ টাকার সেলফি যদি হয় তার ট্যাক্স কত ? ট্যাক্স কি জমা পড়েছে?' প্রশ্ন সজলের
আরও দেখুন

















