AC Local Train: শিয়ালদা থেকে এসি লোকালের যাত্রা শুরু
ABP Ananda Live: শিয়ালদা-রানাঘাট এসি লোকালের উদ্বোধন। শিয়ালদা থেকে এসি লোকালের যাত্রা শুরু। AC লোকালের ১২টি কামরাই তৈরি স্টেনলেস স্টিলে। শিয়ালদা থেকে দমদমের ভাড়া ৩৫ টাকা। শিয়ালদা থেকে ব্য়ারাকপুরের ভাড়া ৬০ টাকা। শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া ৯০ টাকা। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া ১২০ টাকা।
কোচবিহারে যুব তৃণমূল নেতা খুনে বিস্ফোরক নিহতের বাবা
কোচবিহারে যুব তৃণমূল নেতা খুনে বিস্ফোরক নিহতের বাবা। 'দলের অনেকেই ছিলেন যাঁরা ছেলেকে পছন্দ করতেন না। পঞ্চায়েত ভোটে ওর মা যখন দাঁড়িয়েছিল, অনেক নেতা প্রচারে আসেননিট, অভিযোগ নিহত যুব তৃণমূল নেতার বাবার। শনিবার বিকেলে কোচবিহারে ভরা বাজারে খুন যুব তৃণমূল নেতা। হেলমেট পরে এসে বাজারের মধ্যেই পর পর গুলি দুষ্কৃতীদের। ভাঙড়, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলির পর এবার কোচবিহার। ভিড়ের মধ্যেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যুব তৃণমূল নেতাকে খুন! ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল কোচবিহারে। যুব তৃণমূল নেতা খুনে আটক ১।



















