Srijan on Bratya: 'শিক্ষামন্ত্রী অসত্য বলেছেন, পুলিশ লাগিয়ে হামলা করিয়েছেন দেবাঞ্জনদের',আক্রমণে সৃজন
ABP Ananda LIVE : 'শিক্ষামন্ত্রী অসত্য বলেছেন। দেবাঞ্জনরা দেখা করতে গিয়েছিল বিকাশভবনে। দেখা করেননি। পুলিশ লাগিয়ে মারধর করিয়েছেন', SFI নেতা সৃজন। এছাড়াও করলেন আরও এক হেভিওয়েটকে।
Jadavpur University Chaos: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রণক্ষেত্র ! খুলে ফেলে দেওয়া হল এসএফআই-র পতাকা, মুখোমুখি SFI- ABVP ..
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রণক্ষেত্র ! তৃণমূলের হুমকির মধ্যেই এবার আসরে এবিভিপি। ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ল ABVP-র মিছিল। গেট থেকে খুলে ফেলে দেওয়া হল SFI-র পতাকা। যাদবপুর ক্যাম্পাসে ঢুকে ছিঁড়ে দেওয়া হল ধর্মঘটীদের পোস্টার, পতাকা। মুখোমুখি SFI- ABVP . এসএফআইয়ের সঙ্গে হাতাহাতি! পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
শিক্ষাঙ্গনে হেনস্থার শিকার হয়েছেন শিক্ষামন্ত্রী! ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ হয়েছে। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানেই শেষ নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, শিক্ষামন্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে! হাসপাতালে ব্রাত্য বসুকে দেখতে ছুটেছেন কুণাল ঘোষ, মদন মিত্রের মতো নেতারা। শিক্ষামন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন অরূপ বিশ্বাসের মতো তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী!
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন,কাঁচা নাটক, ধরা পড়ে গেল। উনি এত অসুস্থ হয়ে গেলেন যে, হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে, উনি ফোন করছেন, বিপি মাপা হচ্ছে। এই যে নাটক সবাই বুঝে গেছে। মানুষ বুঝে গেছে। সবচেয়ে ভাল জানে ব্রাত্য বসু। তৃণমূল জানে। তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই। তৃণমূলের অফিসিয়াল পেজ, ট্যুইটার (এক্স) একটা শব্দও উল্লেখ করতে পারলেন না।



















