Shamik Bhattacharya: 'মজদুরের রাজ্য হিসাবে পরিচিত পশ্চিমবঙ্গ', কটাক্ষ শমীকের
ABP Ananda LIVE : 'তৃণমূলের আমলে রাজ্যে শিল্প ধ্বংস'। 'শুধু আবগারি ও লটারির মাধ্যমে রাজ্য সরকার চলছে'। 'দেশে মজদুরের রাজ্য হিসাবে পরিচিত পশ্চিমবঙ্গ'। 'নয়ডায় চা-জল দেওয়ার কাজ করছেন বাঙালিরা'। 'রাজ্যে বিনিয়োগ করুন শিল্পপতিরা, শুধু একবছর অপেক্ষা করুন'। 'রাজ্য থেকে অনেকেই ব্যবসা সরিয়ে নিয়েছেন'। 'শিল্পপতিরা আর একবছর অপেক্ষা করুন'। 'পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক করতে দেব না'। 'পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না'। 'দলমত নির্বিশেষে রাজ্যকে বাঁচাতে হবে'। মন্তব্য শমীকের ।
পাসপোর্ট জালিয়াতি মামলায় পাক নাগরিক আজাদ মল্লিকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে। আজাদ মল্লিকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে, দাবি ED-র। কেন্দ্রীয় এজেন্সির নজরে বাংলাদেশের ২৮টি মোবাইল নম্বর। ED সূত্রে খবর, এই নম্বরগুলিতে আজাদের একাধিকবার ফোনালাপের প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় এজেন্সির আশঙ্কা, ভারতে অনুপ্রবেশ করানোর জন্য বাংলাদেশে র্যাকেট চালাত আজাদ মল্লিক। ভারতীয় বিদেশ মন্ত্রককে এই ২৮টি মোবাইল নম্বরের তালিকা পাঠানো হয়েছে। এই নম্বরগুলি কাদের? শুধুই অনুপ্রবেশ? নাকি জঙ্গি ঢোকানোর উদ্দেশ্যও ছিল? জানতে চায় ED। ED-র দাবি, ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত আজাদ মল্লিকের SBI অ্যাকাউন্টে জমা পড়েছিল প্রায় ৬৫ লক্ষ টাকা। এই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখছে ED।



















