Swimming Competition: বাৎসরিক সাঁতার প্রতিযোগিতা ঘিরে রবিবার সোদপুরের মজুমদার সুইমিং সেন্টার জমজমাট
ABP Ananda Live: উপলক্ষ সোদপুরের মজুমদার সুইমিং সেন্টারের সাঁতার প্রতিযোগিতা। রবিবার দিনভর জলে দাপাদাপি করল খুদেরা। পিছিয়ে রইলেন না বড়রাও। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল মেডেল, সার্টিফিকেট। বাঁশি বাজতেই সুইমিং পুলে ঝাঁপ। সবাইকে টেক্কা দিয়ে ফিনিশিং লাইন ছুঁয়ে তবে থামা। প্রতিবারের মতোই বাৎসরিক সাঁতার প্রতিযোগিতা ঘিরে রবিবার সোদপুরের দক্ষিণ পানশিলার মজুমদার সুইমিং সেন্টার ছিল জমজমাট। এবার ১৩ তম বছরে পড়ল এই সাঁতার প্রতিযোগিতা। ৩ বছরের খুদে থেকে শুরু... বয়সের ঊর্ধ্বসীমা ৭০ বছর। রবিবারের প্রতিযোগিতায় অংশ নেন মজুমদার সুইমিং সেন্টারের ১৮০ জন ছাত্রছাত্রী।
রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। যুবভারতীর সামনে জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি ভেস্তে গেলেও যুবভারতীর সামনে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে পথে ময়দানের তিন প্রধানের সমর্থকরা। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা। রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি বাতিলেও যুবভারতীতে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। লাঠিচার্জ করে প্রতিবাদীদের হটিয়ে দেয় পুলিশ। দুই ক্লাবের একাধিক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়। আর জি করের ঘটনায় দিকে দিকে বিক্ষোভ, পথে নামল টলিউড।