Sonarpur News: 'সোনারপুরের ঘটনার নেপথ্যে পাড়ার দাদা, মস্তান', অভিযোগ আক্রান্তের পরিবারের
ABP Ananda LIVE : সোনারপুরে তোলাবাজদের দাপট। জমির মালিকের কাছ থেকে ৭৫ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দেওয়ায় মারধর, মালিক শাহজাহান গাজিকে জমিতে কাজ করতে 'বাধা'। অভিযোগে সরগরম রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড। নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানানোর পরেও গ্রেফতারি শূন্য।
আরও পড়ুন...
পানিহাটিতে কাউন্সিলরের 'দাদাগিরি'! ইমারতি ব্যবসায়ীর দোকানের পাশে স্ল্যাব ভেঙে দেওয়ার অভিযোগ
পানিহাটিতে কাউন্সিলরের 'দাদাগিরি'! ইমারতি ব্যবসায়ীর দোকানের পাশে স্ল্যাব ভেঙে দেওয়ার অভিযোগ। পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে অভিযোগ। দোকানের পাশে ড্রেনের ওপর স্ল্যাব ছিল, দাবি ইমারতি ব্যবসায়ীর। না জানিয়ে কাউন্সিলরের লোকজন ভেঙে দিয়েছে, অভিযোগ ব্যবসায়ীর। অন্যায়ভাবে স্ল্যাব ভেঙে দিয়েছে কাউন্সিলরের লোকেরা, অভিযোগ ব্যবসায়ীর। পুরপ্রধানকে লিখিত অভিযোগ ইমারতি ব্যবসায়ীর। ড্রেনের সমস্যা হচ্ছিল সেই কারণেই ভাঙা হয়েছে, পাল্টা দাবি কাউন্সিলরের।



















