![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Joynagar News: জয়নগরের তৃণমূল সাংসদকে গো ব্যাক স্লোগান। হাসপাতালে ঢুকতে গেলে সাংসদকে ঘিরে বিক্ষোভ
ABP Ananda Live: জয়নগরের তৃণমূল সাংসদকে গো ব্যাক স্লোগান। হাসপাতালে ঢুকতে গেলে সাংসদকে ঘিরে বিক্ষোভ। গ্রামীন হাসপাতালের সামনে উত্তেজনা। টিউশন পড়তে গিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্রী। রাতে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে জলাজমি থেকে মিলল দেহ। অভিযুক্তকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। ১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত জয়নগরের মহিষমারি। রাস্তায় অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, তাড়া করলেন স্থানীয়রা। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর স্থানীয়দের।
ডেডলাইন শেষ, পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা । কাজে ফিরলেও, খাবার খাব না, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের 'স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসি ক্যামেরা' । প্রথম দফায় আমরণ অনশনে ৬জন জুনিয়র ডাক্তাররা । 'ধর্মতলায় ধর্নামঞ্চ তুলতে বারবার পুলিশের বাধা' -- কর্মবিরতি তুলে পুজোর মধ্যে এবার আমরণ অনশন । পুলিশের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের । অনশনে কারও কিছু হলে দায় সরকারের: জুনিয়র ডাক্তার । কাজে ফিরেও এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা
![West Bengal News: NRI কোটায় মেডিক্যালে ভর্তিতে 'দুর্নীতি', রাজ্য জুড়ে ED-র তল্লাশি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/03/1ea9c26dc6b977d6fd877a723d0beb0f1733238571528968_original.png?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)