SSC Case: 'পুলিশকে বলুন গুলি করতে', হাজরা মোড়ে বিক্ষোভ চাকরিহারাদের
ABP nanda Live: হাজরার মোড়ে উত্তেজনা, পুলিশের ব্যাপক ধরপাকড় । টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হল চাকরিহারাদের । অবরুদ্ধ হাজরা মোড়। রাস্তায় বিষয়ে বিক্ষোভ চাকরিহারাদের। দাবি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। অযোগ্য হিসেবে চিহ্নিত করে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে অবরোধ।
নির্লজ্জ পাকিস্তান, পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ফের কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা, পাল্টা জবাব ভারতীয় সেনার...
ভারত-পাক অশান্তি অব্যাহত। কোথায় দাঁড়িয়ে দেশ ? নির্লজ্জ পাকিস্তান, পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ফের কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা। পরপর চারদিন সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার। বিনা প্ররোচনায় গতরাতে কুপওয়াড়া, পুঞ্চ জেলার কাছে গুলিবর্ষণ পাক সেনার। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গুলি ছুড়তে শুরু করে পাক সেনা, পাল্টা জবাব ভারতীয় সেনারও। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, 'এমন শাস্তি দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে। কাশ্মীরের পহেলগাঁওয়ে এভাবেই ধর্ম জেনে, ঠাণ্ডা মাথায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে পর্যটকদের খুন করে জঙ্গিরা! তারপর নির্লিপ্তভাবে মহিলাদের বলে, যান মোদিকে গিয়ে বলুন! ভারতের বুকে জঙ্গি হানা নতুন না হলেও, পহেলগাঁওয়ে যা হয়েছে তা নজিরবিহীন!



















