SSC Case : 'অনিশ্চয়তা, অসম্মান, জীবিকাহীনতা, দায় রাজ্য সরকারের', বলছেন চাকরিহারারা
ABP Ananda LIVE : চাকরির চাল থেকে, রাজ্য় সরকার দুর্নীতির কাঁকর আলাদা করতে না পারায়, বাংলায় বেকার হয়ে গেলেন, প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক ও অশিক্ষককর্মী। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে, আজ SSC-র দুহাজার ষোলো সালের পুরো প্য়ানেলটাই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ বলল, "বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, আর সেটা ধামাচাপা দিতে গিয়ে, অপূরণীয়ভাবে কলুষিত করা হয়েছে নিয়োগপ্রক্রিয়া।
SSC News: ২৬ হাজার চাকরি বাতিল
কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে, SSC-র দুহাজার ষোলো সালের পুরো প্য়ানেলই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ বলল, "বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, আর সেটা ধামাচাপা দিতে গিয়ে, অপূরণীয়ভাবে কলুষিত করা হয়েছে নিয়োগপ্রক্রিয়া।'' যদিও রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা।





















