SSC News: দাগি শিক্ষকের তালিকায় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE:, SSC-র দাগি শিক্ষকের তালিকায় তৃণমূলের ছড়াছড়ি! দাগি শিক্ষকের তালিকায় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি । দাগি-তালিকায় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যের পুত্রবধূ পম্পা ভুঁইয়া । তৃণমূল পরিচালিত কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে, বড় বউমাও তালিকায় । দাগি তালিকায় সাগরের ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল । দাগি তালিকায় রামকরচর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যের পুত্রবধূ । দাগি তালিকায় তৃণমূল পরিচালিত কমলপুর কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে, বড় বউমা
আরও খবর...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় অভিযুক্ত ২ জনের বিরুদ্ধেই চার্জশিট CBI-এর। গ্রুপ সি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যরও। নবম ও দশম, একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ গ্রুপ সি মামলায় আদালতে হাজিরা এসএসসি কর্তা ও আধিকারিক সমরজিৎ আচার্য ও পর্ণা বসুর। তাঁদের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিবিআই।


















